ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত ॥ অগ্নিদগ্ধ ৩

প্রকাশিত: ১২:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত ॥ অগ্নিদগ্ধ ৩

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি ॥ মীরসরাইয়ে হাইচ গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে স্বামী স্ত্রীসহ ৩ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন- আবদুর রহমান (৬৬), বিবি কুমছুম (৫৫), এবং মাইক্রোবাসের চালক। আহতরা হলেন- আবুল কালাম, রাশেদ এবং মালেক। তাদের শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে মীরসরাই ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। জানা গেছে, মঙ্গলবার ভোরে হাইচ গাড়ি করে কুমিল্লা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলেকে নিয়ে আসতে বৃদ্ধ মা বাবা, ভাই ও তার দু’সন্তান যাচ্ছিল। ভোর ৭টায় মীরসরাইয়ের নিজামপুর এলাকায় অতিক্রম করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে করে নিহত হয় দম্পতিসহ গাড়ির চালক। দম্পতির সন্তান আবুল কালাম দু’জনের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি নিজেও অগ্নিদগ্ধ হয়েছেন। আহত অন্য দুজন রাশেদ এবং মালেক সহোদর। তারাও দাদা-দাদি এবং জেঠার সঙ্গে চট্টগ্রাম যাচ্ছিল। এই দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত দু’শিশু সন্তানকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করে।
×