ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন মাথাবিশিষ্ট শিশুর জন্ম

প্রকাশিত: ১২:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

তিন মাথাবিশিষ্ট শিশুর জন্ম

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ তিন মাথা বিশিষ্ট এক মেয়ে শিশুর জন্ম হয়েছে। সোমবার দুপুরে শহরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। শিশুটির মায়ের নাম জয়নব বানু। তিনি জেলার পার্বতীপুর উপজেলার ফুলপাড়া গ্রামের দর্জি রিয়াজুল ইসলামের স্ত্রী। শিশুটির বাবা রিয়াজুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে তার স্ত্রী একটি মেয়ে সন্তানের জন্ম দেন। জন্মের পর দেখা যায় শিশুটি তিন মাথা আকৃতির, চোখ দুটো বড় বড়। তার ওজন তিন কেজি ৭ শ’ গ্রাম। জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ। শিশুটি বর্তমানে শিশু চিকিৎসক ওয়াহেদ আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক জানান, অদ্ভুত আকৃতির এই শিশুটি ‘হাইড্রোসেফালাস’ রোগে আক্রান্ত। সন্ত্রাসবিরোধী সমাবেশ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১২ ফেব্রুয়ারি ॥ বোয়ালমারী থানা চত্বরে মঙ্গলবার সকাল ১১টায় জঙ্গী, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এ সভায় অফিসার ইনচার্জ একেএম শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল আমিনুল হক বাপ্পি, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
×