ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোস্তগোলা ঢালে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত তিনজন

প্রকাশিত: ১২:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

পোস্তগোলা ঢালে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত তিনজন

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। মঙ্গলবারও দুর্ঘটনায় ঝরে গেল তিনটি প্রাণ। এদিন সন্ধ্যা সাতটায় রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলার ঢালের টোলবক্সের কাছে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হন এবং দুইজন আহত হয়েছে। এ বিষয়ে শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জনকণ্ঠকে বলেন, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে যাত্রীবাহী ছালছাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে সিএনজিটিকে চাপা দেয়। বাসের চাপায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। নিহতরা হলেন বাচ্চু মিয়া (৬০) ও তার ছেলে জুবায়ের (২৬) এবং সৈয়দ আহমেদ (২৮)। দুর্ঘটনায় আহত হন আরও দুজন। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহত তিনজনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এদিকে ঘাতক বাসটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজিটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে এবং ঘাতক বাসকে আটকের জন্য আশপাশে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে রাত ১১টার দিকে ঘাতক বাসটিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পরিত্যক্ত বাসের ডিপোর ভেতর থেকে জব্দ করা হয়।
×