ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হার ৮ উইকেটে

প্রকাশিত: ০৩:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হার ৮ উইকেটে

অনলাইন ডেস্ক ॥ নিউজিল্যান্ডের নেপিয়ারের মাটিতে যেখানে রীতিমতো কেঁপেছে বাংলাদেশ দলের টপঅর্ডার, সেখানে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই মাশরাফি-মোস্তাফিজদের সামলেছেন মার্টিন গাপটিল, হেনরি নিকলস, রস টেলররা। ছোট পুঁজি নিয়ে জিততে যে বোলিং, ফিল্ডিং দরকার ছিল তার কোনোটিই করতে পারেনি বাংলাদেশ। মার্টিন গাপটিলের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে সহজ জয় তুলে নিয়েছে নিউ জিল্যান্ড। গাপটিলের ক্যারিয়ারের ১৫ তম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের করা ২৩২ রানের লক্ষ্য ৩৩ বল এবং ৮ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলেছে নিউজিল্যান্ড। ১১৬ বলে ৮ চার ও ৪ ছক্কার মারে ১১৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরষ্কারও জিতেছেন তিনি। নিউ জিল্যান্ডে কখনও স্বাগতিকদের হারাতে না পারা বাংলাদেশ আরেকটি সিরিজ শুরু করল বড় হার দিয়ে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগের ব্যর্থতায় নেপিয়ারে প্রথম ওয়ানডেতে লড়াই করতেই পারল না মাশরাফি বিন মুর্তজার দল। দারুণ এক সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডকে সিরিজে এগিয়ে নিলেন মার্টিন গাপটিল। তার সঙ্গে ৯৬ রানের জুটি গড়া রস টেইলর ৪৯ বলে ছয় চারে অপরাজিত থাকেন ৪৫ রানে। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২৩২ (তামিম ৫, লিটন ১, সৌম্য ৩০, মুশফিক ৫, মিঠুন ৬২, মাহমুদউল্লাহ ১৩, সাব্বির ১৩, মিরাজ ২৬, সাইফ ৪১, মাশরাফি ৯*, মুস্তাফিজ ০; হেনরি ৯-১-৪৮-২, বোল্ট ৯.৫-০-৪০-৩, ডি গ্র্যান্ডহোম ৫-০-১৯-০, ফার্গুসন ১০-১-৪৪-২, স্যান্টনার ৮-০-৪৫-৩, নিশাম ৭-০-২৬-০) নিউ জিল্যান্ড: ৪৪.৩ ওভারে ২৩৩/২ (গাপটিল ১১৭*, নিকোলস ৫৩, উইলিয়ামসন ১১, টেইলর ৪৫*; মাশরাফি ৮.৩-০-৩৩-০, সাইফ ৭-০-৪৩-০, মুস্তাফিজ ৮-০-৩৬-০, মিরাজ ৮-১-৪২-১, সাব্বির ৭-০-৪১-০, মাহমুদউল্লাহ ৫-০-২৭-১, সৌম্য ১-০-৮-০)
×