ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমরা এখন এক নম্বর দল হয়ে উঠতে চাই ॥ হোল্ডার

প্রকাশিত: ০০:০০, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

আমরা এখন এক নম্বর দল হয়ে উঠতে চাই ॥ হোল্ডার

অনলাইন ডেস্ক ॥ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ২-১ হারিয়ে উইজডেন ট্রফি জেতার পরে নিজেদের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডার। তিনি বলে দিয়েছেন, ‘‘আমরা এখন এক নম্বর দল হয়ে উঠতে চাই।’’ সেন্ট লুসিয়ায় শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে অবশ্য ২৩২ রানে হারিয়েছে ইংল্যান্ড। নির্বাসনে থাকায় এই টেস্টে খেলেননি হোল্ডার। চতুর্থ দিন জয়ের জন্য ৪৮৫ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শেষ হয়ে যায় ২৫২ রানে। ১০২ রান করে অপরাজিত থাকেন রোল্টন চেজ। মঙ্গলবার রাতে ট্রফি নেওয়ার পরে হোল্ডার বলেছেন, ‘‘আমাদের বোলাররা দুর্দান্ত বল করেছে এই সিরিজে। এখন ব্যাটসম্যানদের কাজটা হবে আরও বেশি করে দলের সাফল্যে অবদান রাখা।’’ তিন টেস্টে ১৮ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন কেমার রোচ। শেষ টেস্টে অবশ্য ম্যাচের ফলের থেকেও আলোচনায় বেশি চলে এসেছে শ্যানন গ্যাব্রিয়েল বনাম জো রুটের বাগ্যুদ্ধ। ওয়েস্ট ইন্ডিজের পেসারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সমকামী বলে স্লেজ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ককে। গ্যাব্রিয়েলের বিরুদ্ধে আইসিসি আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনার পরে তাঁকে চার ম্যাচ নির্বাসিত করেছে। এই কাণ্ডে তিন ডিমেরিটস পয়েন্ট পেয়েছেন তিনি। ফলে ২৪ মাসের মধ্যে তাঁর মোট ডিমেরিটস পয়েন্ট দাঁড়ায় আট। নিয়ম অনুযায়ী তাই গ্যাব্রিয়েলকে চার ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়। এই টেস্টের পরে চাপের মধ্যে আছেন ইংল্যান্ড অধিনায়ক রুটও। যদিও শেষ টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। ইংল্যান্ডের সব চেয়ে বড় সমস্যা, তাদের ওপেনিং জুটি। অ্যালিস্টার কুক অবসর নেওয়ার পরে এই প্রথম টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। ক্যারিবিয়ান সফরে তাদের দুই ওপেনার, রোরি বার্নস এবং কিটন জেনিংস কোনও রকম দাগ কাটতে পারেননি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×