ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে কর্মকর্তাদের নির্দেশ সিইসি’র

প্রকাশিত: ০০:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে কর্মকর্তাদের নির্দেশ সিইসি’র

অনলাইন রিপোর্টার ॥ আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে রিটার্নিং ও সহকারী রিটার্নি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি। সিইসি বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো রকমের আপস করার প্রয়োজন নেই। কেবল নিরপেক্ষতা ও আইনকানুনের ভিত্তিতে নির্বাচন পরিচালনা করতে হবে। নূরুল হুদা বলেন, রিটার্নিং কর্মকর্তা সম্পূর্ণ উপজেলা পরিষদে নির্বাচন বন্ধ করার সুপারিশ করতে পারেন। কমিশন যদি মনে করে সুপারিশের পেছনে যুক্তি আছে, তাহলে ওই সম্পূর্ণ এলাকার নির্বাচন বন্ধ করে দিতে পারে। রিটার্নিং কর্মকর্তাদের ওপর তার আস্থা রয়েছে, তারা সফলভাবে নির্বাচন পরিচালনা করতে পারবেন বলেও জানান সিইসি।
×