ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারের চেয়ে প্রভাবশালী কোন ব্যক্তি হতে পারে না : নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

সরকারের চেয়ে প্রভাবশালী কোন ব্যক্তি হতে পারে না : নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ সরকারের চেয়ে প্রভাবশালী কোন ব্যক্তি হতে পারে না। সারাদেশে চলমান নদীর তীড় দখলমুক্ত করার যে অভিযান চলছে, তাতে পুরো দেশের মানুষ সমর্থন জানিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে উচ্ছেদ কাজ হাতে নিয়েছি, এখান থেকে পিছু পা হওয়ার কোন সুযোগ নেই। আমাদের কাজ (অবৈধ দখলমুক্ত) অব্যাহত থাকবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুল রহমানের সম্পুরক প্রশ্নের জবাবে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সরকারের এ দৃঢ় অবস্থানের কথা জানান। প্রভাবশালীদের চাপে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১৬ সালে একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার চারপাশের নদী এবং চট্টগ্রামের নদীগুলোর দুষণ ও নাব্যতা রক্ষা করার লক্ষে একটি টাক্সফোর্স গঠন করেছিলেন। তারই ধারাবাহিকতায় নদীগুলোর তীর রক্ষা, নাব্যতা রক্ষা এবং দুষণমুক্ত করার পদক্ষেপ গ্রহন করেছি। আমাদের কার্যক্রম চলছে, সমগ্র দেশবাসী এটাকে স্বাগত জানিয়েছে। ঢাকা মহানগরের প্রতিটি মাুনষ এবং গণমাধ্যম আমাদের স্বাগত জানিয়েছে, আমাদের পাশে আছে। সচেতন ব্যক্তি যারা নদীকে নিয়ে গবেষণা করে তারাও সাধুবাদ জানিয়েছেন। তাই সরকারের চেয়ে প্রভাবশালী কোন ব্যক্তি হতে পারে না, গৃহীত পদক্ষেপ থেকে পিছু পা হওয়ার কোন সুযোগ নেই। ৪২ বছরে নৌ-দূর্ঘটনায় নিহত সাড়ে চার হাজার ॥ সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, স্বাধীনতার পর ১৯৭৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গত ৪২ বছরে ছোট-বড় সকল ধরনের ৬৩৯টি নৌ-দুর্ঘটনায় ৪ হাজার ৭৩২ জন নিহত হয়েছে। মেরিন কোর্টে উক্ত সময়ে নৌ দুর্ঘটনাসহ নৌযান পরিচালনায় বিভিন্ন ধরনের অপরাধের জন্য মামলা হয়েছে ২৬ হাজার ৮৯৭টি। তারমধ্যে নৌ দুর্ঘটনায় মামলার সংখ্যা ৪৪৮টি। এখন পর্যন্ত নৌ দুর্ঘটনায় ২০৪টি মামলার আসামীদের দোষী সাব্যস্ত হওয়ায় বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। অবশিষ্ট মামলাসমূহ বিচারাধীন রয়েছে। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ নৌপথের দেশ। দুই শতাধিক নদীর এই নৌপথে এবং খাল বিল হাওড়ে বিভিন্ন আকারে অসংখ্য নৌযান চলাচল করে। আইনানুসারে সকল নৌযানের রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা থাকলেও বর্তমানে চলাচলরত অনেক নৌযানের রেজিস্ট্রেশন এবং সার্ভে সনদ নেই। সাশ্রয়ী এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নীতি নির্ধারণ/পরিকল্পনা গ্রহণের জন্য নৌযানের সঠিক পরিসংখ্যানসহ একটি ডাটাবেজ প্রণয়ন কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় পার্টির মজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিভিন্ন নৌ রুটে বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মোট ৫০টি ফেরি চালু আছে। এই ফেরির সংখ্যা আরও বাড়াতে বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
×