ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে মামলা করলে বিএনপির অপেক্ষা করতে হবে : হানিফ

প্রকাশিত: ০৭:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

নির্বাচন নিয়ে মামলা করলে বিএনপির অপেক্ষা করতে হবে : হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে মামলা করলে সেই মামলার নিষ্পত্তি পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। দেশে আইন আছে, যেকোনো সংক্ষুদ্ধ প্রার্থী মামলা করতে পারেন। তবে মামলা করলে সেই মামলা নিষ্পত্তি পর্যন্ত অবশ্যই সবাইকে অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে মাহবুবউল আলম হানিফ আরো বলেন, যারা ক্ষমতায় থাকতে দেশের জন্য কিছু করতে পারেনি। বিরোধীদলে থেকেও মানুষ হত্যা করেছে। তারা এখন নির্বাচন নিয়ে নানা কথা বলছে। এসব বিতর্কিত কথাবার্তা বলে কোনো লাভ হবে না। অসন্তোষ থাকলে তারা ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। জাতির সামনে বিএনপির বলার মতো কোনো ইস্যু নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, যে দলের শীর্ষ নেতারা আদালতে দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ও বিদেশে থাকেন, সেই দলের নেতাদের কথা বলার আর নৈতিক কোনো অধিকার থাকতে পারে না। তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। ইস্যু এখন জাতীয় সংসদ নির্বাচন। তিনি বলেন, রাজনীতি যদি দেশের কল্যাণের জন্য করেন, তাহলে দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করুন। যদি সহায়তা নাই করতে পারেন, অযথা বিতর্কমূলক কথাবার্তা বলে বিশৃঙ্খলার অপচেষ্টা করে কোনো লাভ হবে না। বিএনপিসহ যারা পরাজিত হয়েছেন, তারা তাদের অতীতের কর্মকান্ড মূল্যায়ন করে ভবিষ্যতে যেন জনগণের আস্থা অর্জন করতে পারেন, সেদিকে পা বাড়াবেন। অন্যদের ওপর নিজেদের ব্যর্থতার দায়ভার চাপিয়ে কোনো সুফল হবে না। ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুন সরকার রানা প্রমূখ।
×