ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ১২:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

ফ্যাশন সংবাদ

রঙ বাংলাদেশ বাঙালীর যা কিছু অহঙ্কারের, একুশ তার একটি। আর বাংলা বর্ণমালা আমাদের প্রাণের চেয়ে প্রিয়। তাই দেশের শীর্ষ ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ এবার ভাষার মাসে নতুন সংগ্রহ সাজিয়ে দশটা দেশের বর্ণমালাকে নকশার বিষয় করে আর এর সঙ্গে আছে মোদের গরব, মোদের আশা কবিতার থিম। ভাষার মাসের বিশেষ রঙ হিসেবে সাদা আর কালো আমাদের ভাবনার জগতকে অধিকার করে আছে। সেই সাদা আর কালোর সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে লাল, এ্যাশ আর অফ হোয়াইট। কারুপল্লী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত হস্ত ও কুটির শিল্পের প্রতিষ্ঠান কারুপল্লীতে এসেছে একুশের পোশাক। এসব পোশাকের মধ্যে আছেÑ শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শার্ট ফতুয়া ও শিশুদের পোশাক। দেশীয় কাপড়ে তৈরি এসব পোশাকের রঙে ও নকশায় রয়েছে আলাদা বৈচিত্র্য। কারুপল্লীর বিক্রয় কেন্দ্র আছে কারওয়ান বাজারের পল্লী ভবনের নিচতলায়। জিপিএক্স সম্প্রতি বাংলাদেশ মোটরসাইকেল বাজারজাতকারী প্রতিষ্ঠান জিপিএক্স বাজারে এনেছে থাইল্যান্ডের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ‘জিপিএক্স ডেমন এবং জিপিএক্স লিজেল্ড’ নামে দুইটি মডেলের মোটরসাইকেল। ঢাকার একটি কনভেনশন সেন্টারে এই মোটরসাইকেল দুটির উদ্বোধন করে আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুর রহমান, সিইও রনধির সিংসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোঃ রাকিবুর রহমান বলেন, ‘জিপিএক্স ডেমন এবং জিপিএক্স লিজেল্ড’ ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশের মোটরসাইকেল শিল্পকে আরও সমৃদ্ধ করবে। ব্যাঙ তারুণ্যের জয়ধ্বনিতে মুখরিত ব্যাঙ যে কোন আনন্দে-বিষাদে তারুণ্যের জয়গানই গেয়ে থাকে। তাই বরাবরের মতো এবারও ফ্যাশন হাউস ব্যাঙ ভাষা দিবসের কথা মাথায় রেখে কালো রঙ’র বেশক’টি ডিজাইনের দৃষ্টিনন্দন পাঞ্জাবি এনেছে। এছাড়াও দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙ ভাষা দিবস উপলক্ষে আধুনিকতার ছোঁয়ায় রঙ বেরঙের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া দিয়ে সাজিয়েছে তাদের শোরুমগুলো। এছাড়াও ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, পলোশার্ট, প্যান্টসহ সব রকম মানানসই পোশাক। ১,২,৩ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা। আরও বিস্তারিত জানতে, হটলাইন : ০১৯৭৭ ১১২ ২৬৪।
×