ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুবলীগের অনন্য উদ্যেগ

ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে রাতের খাবার

প্রকাশিত: ১২:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে রাতের খাবার

ইট-পাথরের ব্যস্ততম নগরী ঢাকা। এই নগরীতে বাস নানান পেশার নানান কিশিমের মানুষ। যার উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুধার্ত ছিন্নমূল-অসহায়। এসব ছিন্নমূল মানুষের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ)। সংগঠনটির এই কার্যক্রম যার হাত ধরে শুরু হয়েছে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন রাতে রাজধানীর কাকরাইলের যুবজাগরণ কেন্দ্রের সামনে ছিন্নমূল-অসহায় নানা শ্রেণী-পেশার কয়েকশ’ সুবিধাবঞ্চিত মানুষের ভিড়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রাতের খাবার খেতে এসেছেন তারা। তাদের খাবারের মেন্যুতে আছে ভাত, মাংস, ডাল ও সবজি। নিয়মটা এ রকম- একদিকে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করছেন, অন্যদিকে খাবার খেয়ে যে যার গন্তব্যে চলে যাচ্ছেন। তাদের প্লেটে খাবার বেরে দিচ্ছেন যুবলীগের ‘স্বেচ্ছাসেবক’ নেতা-কর্মীরা। প্রতিদিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলে এ খাওয়া-দাওয়ার কার্যক্রম। এখানে দায়িত্ব পালন করেন এমন একজন স্বেচ্ছাসেবক বলেন, আমরা ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট ভাইয়ের নির্দেশে প্রতিদিন খাবার বিতরণ করি। স¤্রাট ভাইয়ের এ মহৎ উদ্যোগে আমরা দায়িত্ব পালন করতে পেরে অনেক খুশি। ক্ষুর্ধাতদের খাবার বিতরণ থেকে শুরু করে পানি খাওয়ানো, থালা বাসন ধোয়া সবই আমরা করি। যুবলীগের নেতা-কর্মীরা বলছেন, প্রতিদিন বাড়ছে সুবিধাবঞ্চিত মানুষের ভিড়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সুবিধাবঞ্চিত মানুষরা এখানে এসে নিয়মিত রাতের খাবার খাচ্ছেন। ইসমাইল চৌধুরী স¤্রাট তার নেতা-কর্মীদের কাছে যুববন্ধু হিসেবে পরিচিত। ঢাকা দক্ষিণ যুবলীগের একাধিক নেতা-কর্মী বলেন, এর আগে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এ রকম সংগঠনিক ব্যতিক্রমী আয়োজন কেউ কখনও করেননি। রাত আনুমানিক ৯ টায় কাকরাইলের যুবজাগরণ কেন্দ্রের পাশে খাবার খেয়ে রিক্সার যাত্রীর আসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন রিক্সাচালক তারা মিয়া। মগবাজারের একটি বস্তিতে থাকেন তিনি। পাঁচ জনের সংসারে তিনিই একমাত্র আয়ের উৎস। রিক্সা চালিয়ে যা আয় হয় তা দিয়ে কোনভাবে ডাল-ভাত খেয়ে বেঁচে থাকেন। মাংস দিয়ে এক বেলা পেট পুড়ে খাওয়া তার কাছে স্বপ্নের মতো। তবে গত ১১ মাস যুবজাগরণ কার্যালয়ের সামনে নিয়মিত খাচ্ছেন বলে জানান তিনি। তিনি বলেন, প্রতি রাতে বাসায় ফেরার আগে রিক্স্াটা থামিয়ে এখানে এসে খাবার খাই। স¤্রাট স্যার আমাদের জন্য এ খাবারের ব্যবস্থা করেন। মাঝে মাঝে এসে কথা বলেন। আমি তার জন্য দোয়া করি। উনি অন্য নেতাদের থেকে আলাদা। কথা হয় প্রতিবন্ধী আসমার সঙ্গে। তিনি জানান, গত ১০ মাস ধরে তার তিন নাতি নিয়ে এখানে রাতের খাবার খেতে আসেন। খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন ছিন্নমূল আব্দুল হালিম। তিনি রাজধানীর হাইকোর্টের সামনের রাস্তায় ফুটপাথে থাকেন। কথা হয় তার সঙ্গে। তিনি জানান, ভাগ্যদোষে ফুটপাথের বাসিন্দা তিনি। কখনও ভাল খাবার জোটে না। মাংস দিয়ে এক বেলা পেট পুড়ে খাওয়া তার কাছে স্বপ্নের মতো। তবে গত তিন মাস ধরে যুবজাগরণ কার্যালযের সামনে নিয়মিত খাচ্ছেন বলে জানান তিনি। এই উদ্যোগ্যেন শুরুটা কিভাবে? এমন প্রশ্নে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, এ উদ্যোগ শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১১ মাস আগে। বড় বড় কর্মসূচীতে তৃণমূলের কর্মীরা সকাল থেকে সন্ধ্যা অবধি থাকে। অনেকের মুখের দিকে তাকালে দেখা যায় তারা অনেকেই দুপুরের খাবার খায়নি। এই বিষয়টা ভেবে আমার খুব খারাপ লাগতো। তখন আমরা চিন্তা করলাম ঢাকা মহনগর যুবলীগ দক্ষিণের অর্ন্তগত ৭৫টি ওর্য়াডের তৃণমূলের কর্মীদের এক বেলা খাবাবের আয়োজন করার। পরে এ কর্মসূচী মহানগরেও চালু করা হলো। এ কর্মসূচী শেষ হবার পর সবাই মিলে চিন্তা করে অসহায়-ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিদিন রাতে কাকরাইলস্থ যুবজাগরণ কেন্দ্রে সামনে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যত পরিকল্পনা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, এ কর্মসূচী আমার এবং যুবলীগের সকল কর্মীদের হদয়ের সঙ্গে মিশে গেছে। কোন কারণে এ কর্মসূচী বন্ধ হলে আমি খুব কষ্ট পাবো। আমি এই পদে না থাকলেও আজীবন জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। তাঁর একজন কর্মী হিসেবে ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এ কর্মসূচী চালিয়ে যাব। তিনি আরও বলেন, বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বে এখন একটি নাম উচ্চারিত, আর সেই ব্যক্তিটি হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সাধারণ যুবকদের সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের বিষয়টি জানাতে সক্ষম হয়েছি। আর তাই ২০১৪ সালে বিএনপি-জামায়াত এর অগ্নি-সন্ত্রাসের মধ্যেও অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করেছে যুবলীগ। আগামীতেও যে কোন পরিস্থিতিতে নেত্রীর পাশে থাকবে যুবলীগ। সাত সতেরো প্রতিবেদক
×