ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাবলম্বী হওয়ার পর আলাদা থাকার সিদ্ধান্ত সারা আলির

প্রকাশিত: ০২:১১, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

স্বাবলম্বী হওয়ার পর আলাদা থাকার সিদ্ধান্ত সারা আলির

অনলাইন ডেস্ক ॥ মাত্র কয়েক মাসের মধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব সাড়া পেয়েছেন সারা আলি খান। ডেবিউ ছবি ‘কেদারনাথ’ এবং দ্বিতীয় ছবি ‘সিম্বা’তে প্রশংসিত হয়েছে সাইফ আলি খানের মেয়ের অভিনয়। সারার ছোটবেলাতেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সাইফ এবং অমৃতার। এতদিন পর্যন্ত মায়ের সঙ্গেই থাকতেন সারা। কিন্তু সম্প্রতি বাড়ি বদল করেছেন এই স্টার কিড। সোশ্যাল মিডিয়ায় নতুন বাড়ির ছবিও দিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, অর্ধেক খোলা প্যাকিং বাক্সের মাঝখানে বসে রয়েছেন সারা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন শুরু।’ সারার এই নতুন উদ্যোগকে যেমন অনেকেই স্বাগত জানিয়েছেন, তেমনই নিন্দুকেরা অন্য প্রশ্নও করছেন। হঠাত্ করেই কেন আলাদা বাড়ির প্রয়োজন হল সারার? মায়ের সঙ্গে থাকাকালীন কি প্রয়োজনীয় স্বাধীনতা পাননি তিনি? যদিও সারার অভিনয়ের কেরিয়ার নিয়ে বাড়ির কারও আপত্তি নেই। সাইফ-অমৃতা দু’জনেই ফিল্মি দুনিয়ায় তাঁকে স্বাগত জানিয়েছেন। যতটা সম্ভব গাইড করেছেন মেয়েকে। তা হলে কোন স্বাধীনতার খোঁজে আলাদা বাড়ি নিলেন সারা? ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মত, স্বাবলম্বী হওয়ার পর যে কেউ আলাদা থাকার সিদ্ধান্ত নিতেই পারেন। সেই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×