ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বন্ধু তোমার হাতটি বাড়াও’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৫:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

‘বন্ধু তোমার হাতটি  বাড়াও’ বইয়ের  মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক ॥ বৃহস্পতিবার বিশ্ব ভালোবাসা দিবসে অমর একুশে গ্রন্থমেলায় কবি বিপ্লব রেজার ‘বন্ধু তোমার হাতটি বাড়াও’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটির মোড়ক উন্মোনে ছিলেন- বিশিষ্ট সাহিত্যিক ও প্রবীণ সাংবাদিক রাহাত খান, আবৃত্তিশিল্পী বদরুল আহসান খান, ছড়াকার আসলাম সানী, সাংবাদিক আসলাম ইকবাল, দার্শনিক আবু মহী মুসা, কবি হামিদ কাফি, লেখক শাহজাহান আবদালী, সুকুমার মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, কবি ও সাংবাদিক দীপক ভৌমিক, জনকণ্ঠের ডেপুটি ইউনিট চীফ পলাশ চন্দ্র দাস, বাংলাভিশনের প্রযোজক মিলন মাহমুদ রবিসহ অনেকে। অন্যধারা থেকে প্রকাশিত বইটির ভূমিকা লিখেছেন সিনিয়র সাংবাদিক শমশের সৈয়দ ও প্রচ্ছদ এঁকেছে ধ্রুব এষ। প্রেম-ভালোবাসা ও বিরহের আবহে সম্পূর্ণ জীবনভিত্তিক ও বৈচিত্রপূর্ণ ছোট-বড় কবিতায় সুনিপুণ শব্দের গাঁথুনিতে ফুটে উঠেছে কবির ভেতর ও বাইরের নানান ভাবনা। পাশাপাশি মানবীয় প্রেম-কাম, দুঃখ-ব্যথা, মায়া-ভালোবাসা নিয়ে কবির গভীর উপলব্ধির বিষয়টিও নান্দনিকভাবে প্রজ্বলিত হয়েছে কবিতার লাইনে লাইনে। শতভাগ প্রেমের কবিতা নিয়ে সাজানো বইটি মেলায় অন্যধারা প্রকাশনের ১৯৭ ও ১৯৮ নং স্টলে পাওয়া যাচ্ছে। বইটি পাঠকপ্রিয়তা পাবে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।
×