ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় মাছের পোনা জব্দ,জেলেদের জরিমানা

প্রকাশিত: ০৭:১২, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

পাথরঘাটায়  মাছের পোনা জব্দ,জেলেদের জরিমানা

সংবাদদাতা,পাথরঘাটা,বরগুনা॥ বরগুনার পাথরঘাটায় এক কোটি ফাইসা মাছের পোনাসহ ৯ জেলেকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। বৃহস্পতিবার গভীর রাতে পাথরঘাটার বলেশ্বর নদীর চরদুয়ানী এলাকা থেকে একটি ট্রলারসহ তাদের আটক করা হয়। আটকদের প্রতেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে ৯ জেলে ও ট্রলারটি ছেড়ে দেয়া হয়। মাছের পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। যাদেরকে জরিমানা করেন তাঁরা হলেন, তরিকুল ইসলাম, শহিদুল, নুরুজ্জামান, আজিজুল ও বুবুলের নাম জানা গেছে। তাদের সকলের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়। কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের সময় বিষখালী নদীর চরদুয়ানি এলাকা থেকে একটি ট্রলারসহ ১ কোটি ফাইসা মাছের পোনা জব্দ করে কোস্টগার্ড। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জেলেদের জরিমানা ও পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।
×