ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

প্রকাশিত: ০৮:১০, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম দি কিং অব্ বাঁশখালী কমিউনিটি সেন্টার সংলগ্ন প্রধান সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ যাত্রী নিহত ও ৩ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা যায়, চট্টগ্রাম শহরগামী একটি কাবার্ড ভ্যান (ঢাকামেট্রো-ট ২০-৫৯৫৯) দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে মুহুর্তেই ওই সিএনজি টেক্সীটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজি টেক্সী আরোহী ২ যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারালেও অপর ৩ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মুমূর্ষু অবস্থায় গুনাগরী আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় নিহতরা হলেন, বাহারচড়া ইউনিয়নের বাঁশখালা ইলশা গ্রামের মীরের বাড়ী এলাকার মারুফ হোসেনের স্ত্রী রহিমা বেগম (৪৮) ও একই এলাকার জমির হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৩)। গুরুতর আহতদের মধ্যে দুর্ঘটনা পতিত অটোরিক্সার ড্রাইভার জামাল (২৮) ও কালীপুরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী তড়িৎ গুহ (৪৮) এর নাম জানা গেলেও অপর আহতের নাম জানা যায়নি। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও সিএনজি অটোরিক্সাটি আটক করা হয়েছে।
×