ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে অবৈধ ইটভাটা উচ্ছেদে প্রশাসনের অভিযান

প্রকাশিত: ০৮:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

বাউফলে অবৈধ ইটভাটা  উচ্ছেদে প্রশাসনের অভিযান

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফল উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের মহসেন উদ্দিন গ্রামে মের্সাস এস এম ব্রিকস ও বন্ধু ব্রিকস নামের দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এরমধ্যে এসম ব্রিকসটি ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবয় বন্ধু ব্রিকস থেকে ৭০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। আজ শুক্রবার পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগের পরিচালক আব্দুল হালিমের নেতৃত্বে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে এ অভিযান পরিচালনা করেন। এ সময় বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান ও বাউফল সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস এর সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে ওই ভাটা দুটির তিনটি চিমনি ভেঙ্গে দেয় প্রশাসন এবং ৫০হাজার টাকা জরিমানা করেন। ইভাটা বন্ধের নির্দেশ দেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপক্ষো করে মালিক পক্ষ ইটভাটা পূনরায় চালু করেন। পড়ে স্থানীয় সাধারন মানুষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিশেষ অভিযান করা হয়। এ সময় বাউফল সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস এর সদস্য এর সহযোগীতায় পানি দিয়ে এসএম ব্রিকসটি স্থায়ী বন্ধ করে দেয়। এবং ভাটাটি থেকে ২০ হাজার পাকা ইট ও ৫০ মন কাঠ জব্দ করা হয়। এ ছাড়া বন্ধু ব্রিকস থেকে নগদ ৭০ হাজার টাকা অন্ড করা হয়।
×