ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিসিএসআইআরের তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু

প্রকাশিত: ১১:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

 বিসিএসআইআরের  তিন দিনব্যাপী  বিজ্ঞানমেলা শুরু

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ধানমন্ডি ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল ১০টায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান তিন দিনব্যাপী ১৪-১৬ বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা উদ্বোধন করেছেন। মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রসেস লিজসহ ৭৮ এর অধিক প্রতিষ্ঠান তাদের প্রকল্প, উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণা ও পণ্য প্রদর্শন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান গবেষণাকে অগ্রাধিকার দিয়ে অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় অধুনিক যন্ত্রপাতি এবং পর্যাপ্ত ফান্ড দিচ্ছেন। আধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তির সম্প্রসারণ ঘটছে। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে ছেলেমেয়েরা বিশ্বময় বিচরণ করছে। তাদের জ্ঞান, প্রতিভা সর্বময় কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ঘটাতে হবে। শিশুদের জন্য আমরা আমাদের উৎসর্গ করছি। আমাদের অসমাপ্ত কাজ পরর্বতী প্রজন্মকে দিয়ে যেতে হবে। সর্বক্ষেত্রে আর্দশ মানুষ হয়ে আমাদের অপূর্ণতাকে তারাই পূর্ণ করবে। দেশের উন্নয়নে জন্য মৌলিক গবেষণার পাশাপাশি টেকসই প্রযুক্তি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত। সভাপতিত্ব করেন বিসিএসআইআরের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। -বিজ্ঞপ্তি
×