ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জরুরী অবস্থা জারি করলেন ট্রাম্প

প্রকাশিত: ১২:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

জরুরী অবস্থা  জারি করলেন  ট্রাম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জরুরী অবস্থা ঘোষণা করছেন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দের জন্য কংগ্রেসকে এড়াতেই তিনি এ সিদ্ধান্ত নেন। অবৈধ অভিবাসন আটকাতে সীমান্তে ‘যে কোন মূল্যে’ স্থায়ী দেয়াল নির্মাণ ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। নির্মাণ কাজ শুরু করতে ট্রাম্প সম্প্রতি কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার চান। নবেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে ডেমোক্রেটদের আধিপত্য প্রতিষ্ঠা পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে ট্রাম্পের পরিকল্পনা। এ নিয়ে মতপার্থক্যের জেরে গত বছর শেষ দিক থেকে টানা ৩৫ দিন ফেডারেল সরকারের এক চতুর্থাংশ বিভাগ ও সংস্থায় অচলবস্থা চলেন। আরেক দফা অচলবস্থা এড়াতে কংগ্রেস সদস্যরা দেয়ালের জন্য ১৩০ কোটি ডলার বরাদ্দ দিতে সম্মত হলেও তা ট্রাম্পের পছন্দ হয়নি। এ কারণেই তিনি শেষ পর্যন্ত জরুরী অবস্থা জারির নির্বাহী ক্ষমতা কাজে লাগানোর সিদ্ধান্ত নেন।
×