ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশ্মীরে হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

প্রকাশিত: ১৩:০০, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

কাশ্মীরে হামলায়  বাংলাদেশের  তীব্র নিন্দা

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় জঙ্গী গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক চিঠিতে এ নিন্দা জানানো হয়। খবর ওয়েবসাইটের। কাশ্মীরের হামলার ঘটনায় নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশন থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশন সূত্র নিশ্চিত করেছে। চিঠিতে এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বার্তা উল্লেখ করা হয়েছে। ওই বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় জঙ্গী গোষ্ঠীর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোন ধরনের সন্ত্রাসী জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান করছে বাংলাদেশ। একই সঙ্গে এ ঘটনায় বাংলাদেশের জনগণ ভারতের পাশে রয়েছে।’ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় ভারতের সেন্ট্রাল রিজার্ভড পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়ি বহরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে হামলা চালায় জঙ্গী গোষ্ঠী। এতে সিআরপিএফ-এর ৪৬ জন সদস্য নিহত হয়। পাকিস্তান ভিত্তিক জঙ্গী গোষ্ঠী জইশ-ই মুহম্মদ এ হামলার দায় স্বীকার করেছে। হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে।
×