ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৮ একর জমি ভুয়া কাগজ তৈরি করে অন্যের নামে হস্তান্তর

প্রকাশিত: ১৩:২৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

 ২৮ একর জমি ভুয়া কাগজ তৈরি করে অন্যের নামে হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ দশ লাখ টাকার দাবি পূরণ করতে না পারায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইস্টার্ন স্ট্র বোর্ড এ্যান্ড পেপার মিলস লিমিটেডের ২৮ একর জমি ভুয়া কাগজপত্র তৈরি করে অন্যের নামে হস্তান্তর করা অভিযোগ ওঠেছে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনে ইস্টার্র স্ট্র বোর্ড এ্যান্ড পেপার মিলসের পক্ষে কোম্পানি সচিব মেজবাহ উল করিম এমন অভিযোগ করেন। তার দাবি, জমির মালিক ছিলেন হরি সুন্দর মজুমদার। তিনি ১৯৬৩ সালে ওই জমি রাজু ভূইয়ার কাছে বিক্রি করেন। রাজু ভূইয়ার কাছ থেকে ইস্টার্ন স্ট্র বোর্ড এ্যান্ড পেপার মিলস লিমিটেড জমিটি কিনে নেয়। একটি চক্র কৌশলে ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন জনের কাছে জমিটি বিক্রি করেছে বলে প্রচার চালিয়ে নানা বিভ্রান্তির সৃষ্টি করছে। এ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের (রাজস্ব) আদালতে মিস আপীল করা হয়েছে।
×