ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

প্রকাশিত: ২২:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ইলিনয় শহরের একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্দুকধারীর গুলিতে ৫ শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এক বন্দুকধারীর গুলিতে এ ঘটনা ঘটে ।এ সময় বন্দুকধারীর গুলিতে ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হন। অরোরা পুলিশ প্রধান ক্রিস্টেন জিমান জানান, হামলাকারী ৪৫ বছরের গ্যারি মার্টিন। পরে গ্যারি মার্টিন নামের ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে পুলিশ। খবর সিএনএনের। মার্টিনের মা পরিচয় দেওয়া এক নারী জানান, দুই সপ্তাহ আগে তার ছেলেকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। শুক্রবার গুলিবর্ষণের আগে সে ভীষণ হতাশ ছিল। ওই প্রতিষ্ঠানটির এক কর্মচারী সাংবাদিকদের জানান, হঠাৎ করেই ওই প্রতিষ্ঠানের এক কর্মী নিজের পিস্তল দিয়ে নির্বিচারে গুলি করতে থাকে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসলে ওই কর্মী তাদের ওপরও গুলি চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ওই বন্দুকধারী নিহত হয়।
×