ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের হুমকি রামদেবের!

প্রকাশিত: ২৩:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের হুমকি রামদেবের!

অনলাইন ডেস্ক ॥ ভারত শাসিত কাশ্মীরে জঙ্গি হামলায় ৪৪ সেনা সদস্য নিহতের ঘটনায় ফুঁসে উঠেছে গোটা ভারত। এ ঘটনায় নড়েচড়ে বসেছে ভারত সরকারও। এরই মধ্যে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিকে একঘরে করার হুমকি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানি জঙ্গিদেরকে ঘরে ঢুকে মারার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের যোগগুরু রামদেব স্বামী। শুক্রবার তিনি বলেন, “ভারতে ধরে আনা হোক পাকিস্তানি জঙ্গি নেতা মাসুদ আজহার এবং হাফিজ সৈয়দকে। অথবা ওসামা বিন লাদেনের মতো ঘরে ঢুকে মারা হোক তাদের।” তিনি আরও বলেন, “এই হামলা ভারতবর্ষের ঐক্য, সংহতি এবং সার্বভৌমত্বের উপর আক্রমণ। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকেও মূল ভারতবর্ষের মানচিত্রে ফিরিয়ে নিয়ে আসার সময় এসে গেছে।” রামদেব বলেন, “দেশের বাইরে হোক বা ভিতরে, সন্ত্রাসবাদীদের নির্মূল করতে হবে। বিশেষ করে হাফিদ সৈয়দ এবং মাসুদ আজহারকে। ওরা যেখানেই থাকুক না কেন, হয় দেশে ফিরিয়ে নিয়ে আনা হোক, নয়তো ওসামা বিন লাদেনের মতো দেওয়া হোক চরম শাস্তি।” বৃহস্পতিবার কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ৪৪ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এ ঘটনায় পাকিস্তানি উগ্রবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে দায়ী করছে ভারত।
×