ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সফরে সৌদি ক্রাউন প্রিন্স, নিশ্ছিদ্র নিরাপত্তা

প্রকাশিত: ২৩:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

পাকিস্তান সফরে সৌদি ক্রাউন প্রিন্স, নিশ্ছিদ্র নিরাপত্তা

অনলাইন ডেস্ক ॥ কড়া নিরাপত্তার মধ্যে পাকিস্তান সফর শুরু করছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ নিব সালমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে ক্রাউন প্রিন্স দেশটিতে সফর করছেন। এই সফরকে সামনে রেখে সৌদি আরবের সরকারের ছয় সদস্যের প্রতিনিধিদল ইসলামাবাদ পৌঁছেছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দুই দিনের সফরের প্রস্তুতি তদারকি করবে সৌদি প্রতিনিধিদলটি। এদিকে সৌদি প্রিন্সকে স্বাগত জানানোর সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, পাকিস্তানের আকাশে প্রবেশ করা মাত্রা জঙ্গি বিমানগুলো প্রিন্স মোহাম্মদের বিমানটি পাহারা দেবে। রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেজে প্রিন্সের বিমানটি অবতরণ করবে। এ সময় পাকিস্তানজুড়ে সব বাণিজ্যিক বিমানের চলাচল বন্ধ থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্থানীয় ও বেসরকারি এয়ারলাইনগুলোকে বিষয়টি অবহিত করেছে। এ ব্যাপারে সিএএ বেসরকারি এয়ারলাইন্সগুলোকে এক সার্কুলারে জানিয়েছে, প্রিন্সের বিমান অবতরণের সময়ের সাথে মিল রেখে বেসরকারি এয়ারলাইন্সগুলো তাদের সময়সূচি নির্ধারণ করবে। এছাড়া নূর খান এয়ারবেইজ ও বেনজির ভুট্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পার্কিং এলাকা থেকে সব প্রাইভেট বিমান বৃহস্পতিবারের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। অবতরণের পর সড়ক পথে কড়া নিরাপত্তার মধ্যে প্রিন্সকে ইসলামাবাদে প্রাইম মিনিস্টার হাউসে নেয়া হবে। অন্তত ১০০ ওয়ার্ডন সিটি ট্রাফিক পুলিশ এ সময় দায়িত্ব পালন করবে। এদিকে, রাজধানীর নিরাপত্তাব্যবস্থা মূল্যায়ন করতে ১১৯ সদস্যবিশিষ্ট আগাম সৌদি দলও ইসলামাবাদ এসেছে। রাজকীয় অতিথিদের জন্য ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ তারকা হোটেলগুলোতে সাত শতাধিক কক্ষ বুক করা হয়েছে।
×