ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলায় মাদক ও সন্ত্রাস রোধে মিনি ম্যারাথন

প্রকাশিত: ০৩:০০, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

ভোলায় মাদক ও সন্ত্রাস রোধে মিনি ম্যারাথন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ মহান শহীদ ও আন্তর্জাতিক মতৃভাষা দিবস উপলক্ষে মাদক ও সন্ত্রাস রোধে ভোলায় স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ভোলার ব্যংকের হাট বাজার চত্বর থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে ভোলা গজনবী স্টেডিয়ামে এসে শেষ হয়। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সাংস্কৃতি ও ক্রীড়া কর্মসুচির আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। দৌড়ে প্রথম স্থান অর্জন করেন, ব্যাংকের হাট কো- অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র মো: রাকিব, দ্বিতীয় স্থান অর্জন করেন হিড টেকনিক্যাল ট্রেনিং স্কুলের দশম শ্রেণীর ছাত্র আবি আবদুল্লাহ, তৃতীয় হয়েছেন ব্যাংকের হাট কো- অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রায়হান। পরে ভোলা গজনবী স্টেডিয়ামে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। এ সময় গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ ফয়সেল।
×