ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটের প্রেমঘটিত বিরোধে মাদ্রাসাছাত্র খুন, আটক ৪

প্রকাশিত: ০৫:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

বাগেরহাটের প্রেমঘটিত বিরোধে মাদ্রাসাছাত্র খুন, আটক ৪

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রেম বিরোধের জের ধরে ইমন মোল্লা (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চন্ডিপুর গ্রামের নূরানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার পুলিশ এ হত্যাকান্ডের মূলহোতা তানভিরসহ চারজনকে আটক করেছে। চন্ডীপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র নিহত ইমন চন্ডিপুর গ্রামের মামুন মোল্লার ছেলে। আটককৃতরা হলো- একই গ্রামের আলমগীর শেখের মেয়ে এসএসসি পরীক্ষার্থী জান্নাতি (১৫), চান্দু মোল্লার ছেলে সজিব (১৮), তানভির (২০) ও নিহত ইমনের বন্ধু চন্ডীপুর গ্রামের কুদ্দুস খানের ছেলে আসিব খান (১৭)। এ ব্যাপারে চন্ডীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক সরোয়ার হোসেন, মাহমুদুল হাসানসহ ইমনের একাধিক প্রতিবেশী বলেন, একই গ্রামের জান্নাতির সঙ্গে আসিবের প্রেমের সম্পর্ক ছিল। জান্নাতিদের বাড়িতে তার কয়েকজন আত্মীয় বেড়াতে আসেন। ওই আত্মীয়ের ছেলেদের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে আসিব ও ইমনের সঙ্গে জান্নাতি ও তার ফুফাতো ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে আসিব ও ইমন চলে যায়। রাত ১০টার দিকে ইমন ও আসিব মাহফিল শুনছিল। এ সময় মোবাইল ফোনে একটি কল পেয়ে তারা মাহফিল থেকে বের হয়ে আসে। তখন কয়েকজন ইমনের বুকে ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইমন মারা যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ওসি আজিজুল ইসলাম জানান, প্রেমঘটিত বিরোধের জের ধরে এ হত্যাকা- ঘটে। খবর পেয়ে রাতেই ইমন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তানভির (২০) সরাসরি হত্যা মিশনে জড়িত ছিল।
×