ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত জাতি গঠনে কাজ করছে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত  জাতি গঠনে কাজ করছে : খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের তিনবারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুস্থ জাতি গঠনের মধ্য দিয়ে বিশ্ব একটি উন্নত দেশ গঠনের সেই ভিষন নিয়ে কাজ করছে সরকার। এক্ষেত্রে সকলকে এক হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা দেশের উল্লেখযোগ্য এ খাদ্য সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে চাই। শনিবার বেলা ১১টার দিকে প্রসাদপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন প্রয়োজন নিরাপদ ভেজালমুক্ত এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করা। এ লক্ষ্যে খাদ্য সংগ্রহের প্রক্রিয়া স্বচ্ছ ও অনিয়ম রুখতে দেশের সব স্থানীয় খাদ্য গুদামকে ডিজিটালাইজড করা হবে। যেকোন মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করবে বর্তমান সরকার। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাস মজুমদার গোপাল ও জাভেদ জাহাঙ্গীর সোহেল, নওগাঁ জেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, ইউএনও খন্দকার মুশফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মহাজের হাসান, মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. নাহিদ মোর্শেদ, সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্তসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একইদিন দুপুরে মন্ত্রী উপজেলা সদরের রাধাগোবিন্দ জিউ মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে সকাল ১০টায় নওগাঁয় সরকারী কর্মকর্তা কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে খাদ্যমন্ত্রী। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী, জেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীসহ ১১টি উপজেলার সকল কর্মকর্ত্ াকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
×