ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ নজিরবিহীন’

ট্রাম্পের জরুরী অবস্থা আইনী বাধার মুখে

প্রকাশিত: ০৯:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

ট্রাম্পের জরুরী অবস্থা আইনী বাধার মুখে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরী অবস্থা ঘোষণা আইনী বাধার মুখে পড়তে পারে। ফলে সহজেই হোয়াইট হাউসের সঙ্গে মার্কিন কংগ্রেসের ক্ষমতার ভারসাম্যে টানাপোড়েন শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ না পেয়ে মার্কিন কংগ্রেসকে এড়িয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে জাতীয় জরুরী অবস্থা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। -খবর এএফপির। যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞরা বলেন, কংগ্রেসের প্রস্তাবকে পাশ কাটিয়ে প্রেসিডেন্টের জরুরী অবস্থা জারির ক্ষমতা প্রয়োগ করা নজিরবিহীন ঘটনা। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসীর প্রবেশ নিয়ে দেয়াল নির্মাণ করতে চাইছেন ট্রাম্প। পাশাপাশি অভিবাসন ইস্যু নিয়ে ট্রাম্পের জরুরী অবস্থা জারির বিষয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে একটি বেসামরিক ইস্যুতে সামরিক ফান্ডের অর্থ ব্যয় নিয়েও কথা বলেন। শুক্রবার জরুরী অবস্থা জারির কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প প্রশাসন কংগ্রেসের বিচার বিষয়ক কমিটির তদন্তের মুখে পড়ে। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টি ইউনিয়ন ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। ক্যালিফোর্নিয়ার গবর্নর গেভিন নিউসাম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সমস্যা তৈরি করেছেন। আর ক্ষমতা কুক্ষিগত করতে সংবিধানকে পাশ কাটিয়ে নিজের ইচ্ছামতো জরুরী অবস্থা ঘোষণা করেছেন। এ সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে গেভিন নিউসাম বলেন, ক্যালিফোর্নিয়া এই জরুরী অবস্থা জারির বিষয়টি আদালতের মাধ্যমে সুরাহা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই জরুরী অবস্থা জারির বিষয়ে তিনি আইনী লড়াই প্রত্যাশা করছেন। এবং এই সমস্যা তিনি উৎরে যেতে পারবেন বলে আশা করছেন। শুক্রবার ট্রাম্প বলেন, আমরা জরুরী অবস্থা জারি করেছি। এ জন্য আমরা আইনী লড়াইয়ের মুখোমুখি হতে পারি। এ জন্য আমাদের সুপ্রীমকোর্ট পর্যন্ত যাওয়া লাগতে পারে। তিনি বলেন, আমরা ন্যায় বিচার আশা করছি। সুপ্রীমকোর্টে আমরাই জয় পাব। শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প টিভিতে সম্প্রচারিত এক ঘোষণায় বলেন, মেক্সিকো থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে মাদক, অপরাধী এবং অবৈধ অভিবাসীর ঢল ঠেকিয়ে দেশকে সুরক্ষিত রাখতেই তিনি জরুরী অবস্থা ঘোষণার আদেশে সই করেছেন।
×