ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খাশোগি হত্যা

সবকিছু প্রকাশ করেনি তুরস্ক ॥ এরদোগান

প্রকাশিত: ০৯:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

সবকিছু প্রকাশ করেনি তুরস্ক ॥ এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান শুক্রবারে হেবার টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনের ভেতরে সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়ে তুরস্ক যে তথ্য পেয়েছে তার সবকিছু প্রকাশ করেনি। ওয়েবসাইট এরদোগান বলেন, আমরা যাকিছু পেয়েছি তার সবকিছু প্রকাশ করিনি। মামলাটিকে যুক্তরাষ্ট্র যেন গুরুত্ব দেয় সে আহ্বান জানিয়েছেন এরদোগান। তিনি বলেন, আঙ্কারা এই মামলাটিকে আন্তর্জাতিক ন্যায়বিচার পাইয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তুরস্ক জানিয়েছে, সাংবাদিককে ১৫ সদস্যের একটি দল শ্বাসরোধ করে হত্যা করে। আঙ্কারা বারবার রিয়াদের প্রতি অনুরোধ জানিয়েছে, যেসব স্থানীয় ব্যক্তিদের সহায়তায় খাশোগির দেহ ধ্বংস করা হয়েছে তাদের বিষয়ে জানাতে। সৌদি আরব তা জানায়নি। যেজন্য এখনও পর্যন্ত খাশোগির মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। হত্যাকা-ের পর সৌদি আরব কয়েক সপ্তাহ খাশোগিকে হত্যা করার কথা অস্বীকার করে। গত বছর ২ অক্টোবর কনস্যুলেট ভবনে প্রবেশের পর তাকে হত্যা করা হয়। তিনি সেখানে গিয়েছিলেন তার বাগদত্তা হাতিস চেঙ্গিকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করার জন্য। রিয়াদ পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উর্ধতন সৌদি কর্মকর্তাদের আটক করে। ওয়াশিংটন পোস্টের কন্ট্রিবিউটর খাশোগি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। হত্যার সঙ্গে যুক্ত থাকার কথা যুবরাজ বিন সালমান অস্বীকার করেছেন।
×