ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভ্যাটিকানের দূতের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

প্রকাশিত: ০৯:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

ভ্যাটিকানের দূতের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

যৌন নিপীড়নের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন ফ্রান্সে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত লুইজি ভেনচুরা। ৭৪ বছর বয়সী ভেনচুরা গত ১৭ জানুয়ারি প্যারিসের টাউন হলে তার অধস্তন এক কর্মকর্তাকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ আছে। সেখানে এক অনুষ্ঠানে শহরের মেয়রের নববর্ষের ভাষণ শুনতে উপস্থিত ছিলেন কূটনীতিকসহ ধর্মীয় নেতা ও সুশীল সমাজের নাগরিকরা। ২৪ জানুয়ারিতে মেয়রের কার্যালয় ভেনচুরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এর পরদিনই ফ্রান্স কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। খবর ওয়েবসাইটের। আর্চবিশপ ভেনচুরা ১০ বছর রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। সম্প্রতি ধর্মযাজকদের বিরুদ্ধে একের পর এক যৌন নিপীড়নের অভিযোগের মধ্যে এ ঘটনা নতুন মাত্রা যোগ করল। সিটি হলের এক কর্মকর্তা বলেছেন, ‘অনুষ্ঠান চলার সময় ভেনচুরা বার বার সেখানকার এক তরুণ কর্মচারীর নিতম্বে হাত দিচ্ছিলেন। একবার একজনের সামনেও তা করেন তিনি।’ রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত সপ্তাহেই গির্জার ধর্মযাজকদের হাতে নানদের যৌন নিপীড়নের শিকার হওয়ার স্বীকারোক্তি দিয়েছেন।
×