ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

একসঙ্গে ২০৯১ স্যান্ডউইচ

প্রকাশিত: ০৯:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

একসঙ্গে ২০৯১ স্যান্ডউইচ

এবার এক সঙ্গে ২০৯১টি স্যান্ডউইচ তৈরি করে গিনেজ বুকে নাম উঠিয়েছে অস্ট্রেলিয়ার এক কোম্পানি। প্রিমো ফুড নামের এই কোম্পানিটি সকালের নাস্তার জন্য সোলার চুলা ব্যবহার করে এই স্যান্ডউইচগুলো তৈরি করে। প্রিমো ফুড ভবনের পুরো ছাদে সোলার চুলা বসিয়ে এগুলো তৈরি করা হয়। পরে গিনেজ বুক কর্তৃপক্ষ একসঙ্গে সর্বাধিক সংখ্যক স্যান্ডউইচ তৈরির জন্য পিমো ফুড কর্তৃপক্ষকে সনদ প্রদান করে। ইউপিআই। সিংহ-মানুষে দোস্তি যুদ্ধবিধ্বস্ত গাঁজা উপত্যকার একটি চিড়িয়াখানা সিংহের সঙ্গে মানুষের দোস্তি করার সুযোগ এনে দিয়েছে। এখানে আপনি চাইলে সিংহের সঙ্গে খানিকটা মধুর সময় কাটাতে পারেন। ১৪ মাস বায়সী একটি সিংহকে কোলে নিয়ে খেলা করতে পারেন। ওই চিড়িয়াখানার মালিক দীর্ঘ চেষ্টায় একটি সিংহকে এভাবে বশে এনেছেন। এই সিংহের কান ধরে টানলেও এটি মানুষকে কামড়ায় না। ইতোমধ্যে এই সিংহের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।-এনডিটিভি
×