ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ হলো খুদে বিজ্ঞানীদের মিলন মেলা

প্রকাশিত: ০৯:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

শেষ হলো খুদে বিজ্ঞানীদের মিলন মেলা

স্টাফ রিপোর্টার ॥ তিন দিনব্যাপী ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা ভাঙ্গল। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ধানমন্ডি ক্যাম্পাসে শনিবার পুরুস্কার বিতরণীর মাধ্যমে মেলার সমাপ্তি টানা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। প্রধান অতিথি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের প্রতিযোগিতা অনেক বাঙ্গালীরা সুযোগ পেলে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে পৌঁছে যেতে পারে। আমারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছি। আমরা এগিয়ে যাচ্ছি উন্নত দেশের সারিতে। বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের ছেলে মেয়েরা আজ বিশে^ অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। নাসাসহ গুগোল, আমাজান, ফেসবুক ইত্যাদি প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে চাকরি করছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাচ্ছে। বড়দের দায়িত্ব শুধু উৎসাহ দেয়া তাতেই যথেষ্ট। আমাদের স্কুল, কলেজগুলোর শিক্ষা আনন্দের নয়। শিক্ষক ও অভিভাবকরা শুধু জিপিএ ৫-এর জন্য লেখাপড়া করায়। ছাত্র-ছাত্রীদের ওপর অধিক চাপ দিয়ে অতিষ্ঠ করে ফেলছে। তিনি আরও বলেন, বিজ্ঞান হলো যেটা আগে ছিল না সেটাকে চিন্তা করে বের করা। অবিরাম সমস্যা সমাধান করতে হবে এটা খুবই আনন্দের। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, আমরা খুদে গবেষকদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। তোমাদের মধ্যে পারস্পরিক মতামত বিনিময়ের মাধ্যমে সত্যিকারের বিজ্ঞান চর্চা ও গবেষণা ক্ষেত্র তৈরি হবে। তিনি অংশগ্রহণকারী সকলের কল্যাণ কামনা করেন। মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ২১৩ জনের অধিক প্রতিযোগী তাদের ৭৮টির অধিক প্রকল্প প্রদর্শন করে। ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ছাত্র ছাত্রীরা তাদের প্রকল্পগুলো প্রদর্শন করে। যেমন নবম থেকে দশম শ্রেণী, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী এবং স্ব-শিক্ষিত উদ্ভাবক বা বিজ্ঞান ক্লাব। মেলায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এছাড়াও বিসিএসআইআর-এর গবেষণা ও উন্নয়ন কর্মকা-, উদ্ভাবিত পণ্য প্রদর্শিত হয় এবং এ প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রসেস নিয়ে গড়ে ওঠা স্থানীয় শিল্পোদ্যোক্তাদের পণ্যও প্রর্দশন করা হয়।
×