ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্দিন যাচ্ছে চামড়া রফতানি আয়ে

প্রকাশিত: ০৯:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

দুর্দিন যাচ্ছে চামড়া রফতানি আয়ে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক রফতানিতে সুবাতাস থাকলেও একরকম দুর্দিন যাচ্ছে চামড়া ও চামড়াজাতপণ্যের আয়ে। চলতি অর্থবছরে প্রথম সাত মাসেও নেই সুখবর। পাঁচ বছরের ব্যবধানে কাঁচা এবং প্রক্রিয়াজাত চামড়ার রফতানি কমেছে আশঙ্কাজনক হারে। যার পেছনে বড় কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ট্যানারি স্থানান্তরকে। অবশ্য এই দায়ে পুরোটা নিতে নারাজ শিল্প মন্ত্রণালয়। আর বাজার বিশ্লেষকরা মনে করেন, এমন বাস্তবতায় ২০২১ সাল নাগাদ এই খাত থেকে আয়ের লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব। দ্বিতীয় সর্বোচ্চ রফতানি খাত হিসেবে চামড়া ও চামড়াজাত পণ্য বিলিয়ন ডলার ছাড়ায় বছর পাঁচেক আগে। যা বড় স্বস্তি দেয় ব্যবসায়ীদের। সেই সাথে তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমার স্বপ্নও দেখেন অনেকে। ফলে বাড়তে থাকে দেশী বিনিয়োগ। শুরু হয় রফতানির নতুন গন্তব্য খোঁজা। তবে প্রবৃদ্ধির ধারাবাহিকতা পরের দুই এক বছর চললেও আবারও নামতে থাকে নিচের দিকে। ২০১৪-১৫ অর্থবছরের ৫০ কোটি ডলারের চামড়া রফতানি সবশেষ অর্থবছরে নেমে আসে মাত্র ১৮ কোটিতে।
×