ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানের সঙ্গে সংলাপে বসতে জার্মানির আহ্বান

প্রকাশিত: ০১:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

ইরানের সঙ্গে  সংলাপে বসতে জার্মানির আহ্বান

অনলাইন ডেস্ক ॥ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মা’স মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটসহ নানা ইস্যুতে ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার জন্য আবারো বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি তিনি জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার পেজে দেয়া একটি পোস্টে বলেন, “সিরিয়া ও ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আমাদেরকে ইরানের সঙ্গে গঠনমূলক সংলাপে বসতে হবে।” জার্মানির মিউনিখে অনুষ্ঠানরত নিরাপত্তা সম্মেলনে যোগদান করতে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে এক বৈঠকের পর এ আহ্বান জানালেন হেইকো মা’স। ওই সাক্ষাতের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের ওপরও বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, মার্কিন সরকারের চাপ সত্ত্বেও এই সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো উচিত এই ঐতিহাসিক সমঝোতা বাস্তবায়নের কাজে সর্বোচ্চ চেষ্টা চালানো। হেইকো মা’সের টুইটার বার্তায় বলা হয়েছে, “ইরান যতদিন পরমাণু সমঝোতা মেনে চলে ততদিন আমরাও এই সমঝোতা মেনে চলব।”
×