ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হঠাৎ বৃষ্টিতে একুশে গ্রন্থমেলার বেশ কিছু স্টলে পানি ঢুকে পড়ে

প্রকাশিত: ০৩:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

হঠাৎ বৃষ্টিতে  একুশে গ্রন্থমেলার বেশ কিছু স্টলে পানি ঢুকে পড়ে

অনলাইন ডেস্ক ॥ আজ রবিবার সকালে হঠাৎ বৃষ্টিতে অমর একুশে গ্রন্থমেলার বেশ কিছু স্টলে পানি ঢুকে পড়েছে। এছাড়াও পানি জমেছে অনেক জায়গায়। বৃষ্টিতে অনেক বাই ভিজে যাওয়ার পর অনেকে স্টলের সামনে সারি সারি বই শুকাতে দিচ্ছেন দোকান মালিক ও বিক্রেতারা। অনেক স্টলের ছাউনির টিনের অংশ খুলে গেছে। বেশকিছু জায়গায় এলোমেলো প্ল্যাকার্ড ছড়ানো। বৃষ্টিতে প্রচুর বই ভিজে আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কিছু প্রকাশক। স্টল বানাতে নিজেদের গাফিলতি ছিল না দাবি করে দোকানিরা বলছেন, তাদের প্রস্তুতির কোনও কমতি ছিল না। দোকানিরা বলছেন, বাংলা একাডেমির অব্যবস্থাপনার জন্যই স্টলের মধ্যে বৃষ্টি পানি প্রবেশ করতে পেরেছে। স্টলের ওপরে টিনের যে ছাউনি দেওয়া হয়েছে, তা ফাঁকা ছিল এবং মজবুত ছিল না। এবিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, ‘গত তিন দিন ধরে আবহাওয়া পূর্বাভাসের বিষয়ে সতর্ক করা হয়েছে। অনেকে হয়তো ব্যবস্থা নিতে পারেননি, কিন্তু আমরা অবহিত করেছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমরা পানি সরিয়ে নেওয়া ও এলোমেলো স্টলগুলো দেখভাল করা প্রায় শেষ করে এনেছি। তিনটায় মেলায় প্রবেশ করা যাবে।
×