ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে যুবলীগ নেতাকে খুন

প্রকাশিত: ০৪:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে যুবলীগ নেতাকে খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে যুবলীগ নেতা আব্দুল বারিককে খুন করেছে সন্ত্রাসীরা। নিহত আব্দুল বারিক (৪৫) ফুলসারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চারাবাড়ি গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আনিছুর রহমান (৪০) মারাত্মক আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামীলীগের নেতারা জানান, ‘গত জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে সন্ত্রাসী নান্নু, জিল্লু, আরিফসহ বেশ কিছু বিএনপির সন্ত্রাসী আওয়ামী লীগে যোগদান করে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা সন্ত্রাসীদের দলে না ভেড়াতে অনুরোধ করেছিলেন। কিন্তু উপজেলা আওয়ামীলীগের এক নেতা, ওই এলাকায় নিজের আধিপত্য ধরে রাখতে তাদের দলে যোগদান করায়। তারা আরও জানায়, সন্ত্রাসী নান্নু, জিল্লু, আরিফের বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মামলা রয়েছে। আর দলে যোগ দান করেই তারা যুবলীগের নেতা আব্দুল বারিককে খুন করলো।’ চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) এসএম আকিকুল ইসলাম বলেন, নিহত ও হামলাকারীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী একাধিক মামলা রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার মিমাংসার চেষ্টা করা হলেও সেটি মেটেনি। পূর্ব বিরোধের জের ধরে রবিবার নান্নু, জুলু, আরিফসহ পাঁচছয় জন অতর্কিত হামলা করে। এ ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে। ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান পান্নু জানান, আওয়ামী লীগের অপর গ্রুপের চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী তাদের উপর হামলা করে ধারালো অস্ত্রদিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারিককে মৃত ঘোষণা করেন। তার সহোদর আনিছুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন। চৌগাছা ৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল বারিকের মৃত্যু হয়েছে। আর আনিছুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি জানান, নিহত ও আহত উভয়ের শরীরের একাধিক স্থানে দেশীয় অস্ত্রদিয়ে আঘাত করা হয়েছে।
×