ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবীতে বরিশালে বর্ণ মিছিল

প্রকাশিত: ০৫:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবীতে বরিশালে বর্ণ মিছিল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবীতে নগরীতে রবিবার সকাল নয়টায় বর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি অডেশাস্ (দুঃসাহসী)’র আয়োজনে নগরীর একে ইনস্টিটিউশন থেকে মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। টেলি কনফারেন্সের মাধ্যমে মিছিলের উদ্বোধণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোশারফ হোসেন। দি অডেশাস্ এর সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন একে ইনস্টিটিউশনের প্রধানশিক্ষক জসিম উদ্দিন, বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠণ সমন্বয় পরিষদের সভাপতি নাট্যজন কাজল ঘোষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী, বাংলাভাষা নিয়ে কাজ করা সংগঠনের সভাপতি প্রকৌশলী দেলায়ার হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাজ্জাদ নয়ন, সংগঠনের সহসভাপতি মোঃ রুম্মান, প্রতিষ্ঠাতা দুজর্য় সিংহ জয় প্রমুখ। বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির কারণে ভবিষ্যত প্রজন্ম বেশি করে ইংরেজি ও হিন্দিভাষী হয়ে উঠছে। স্বাভাবিকভাবেই তারা আরও বেশি ইংরেজি-হিন্দি শব্দ মেশাচ্ছে বাংলায়। তাই শুদ্ধ বাংলা শিখতে হবে।
×