ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বিল্ডিংয়ের ইট পড়ে গার্মেন্টস শ্রমিক নিহত

প্রকাশিত: ০৫:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

টঙ্গীতে বিল্ডিংয়ের ইট পড়ে গার্মেন্টস শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ আজ রবিবার সকালে টঙ্গীর মুদাফা এলাকায় নির্মাণাধীন একটি ৫ তলা বিল্ডিংয়ের দেয়ালের ইট পাশের বাড়ির টিনের ঘরের চালে পড়লে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত ও দুই জন আহত হয়েছেন। নিহতের নাম জবেদা বেগম (৪৫)। তার স্বামীর নাম বাদশা মিয়া। দেশের বাড়ি গাইবান্ধা সদরের বোয়ালিয়া গ্রামে। সে স্থানীয় এনন টেক্স কারখানায় চাকুরী করতো। আহতরা হচ্ছে-একই গ্রামের তসলিম মিয়ার মেয়ে মেঘলা (১৮) এবং গাইবান্ধা সদরের খামার গোয়ালিয়া গ্রামের ইসলাম মিয়ার মেয়ে নূর জাহান (১৭)। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয় গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জনকন্ঠকে জানান, স্থানীয় আইয়ুব আলীর নির্মাণাধীন ৫ তলা ভবনে কাজ করার সময় ভবনের আংশিক দেয়াল ভেঙ্গে পাশে থাকা টিনসেট ঘরের চালের উপর পড়লে টিন ভেদ করে ঘরের ভিতর ঢুকে পড়ে। এ সময় ঘরে অবস্থানরত গার্মেন্টস শ্রমিকরা হতাহতের শিকার হন। টঙ্গী পশ্চিম থানার এসআই আব্দুল মালেক জনকন্ঠকে জানান, নির্মাণাধীন বিল্ডিং এর দেয়াল থেকে ২০/২৫ টি ইট একসাথে টিনের চালের উপর পড়ে ভিতরে ঢুকে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে আশপাশের মানুষজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত গার্মেন্টস শ্রমিক জবেদার লাশ প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
×