ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বইমেলায় এসেছে তানভীর আলাদিনের ‘হৃদিতা তুই এমন কেন’ উপন্যাসটি

প্রকাশিত: ০৬:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

বইমেলায় এসেছে তানভীর আলাদিনের ‘হৃদিতা তুই এমন কেন’ উপন্যাসটি

অনলাইন ডেস্ক ॥ বই মেলায় এসেছে তানভীর আলাদিনের ‘হৃদিতা তুই এমন কেন’ উপন্যাসটি। উপন্যাসে স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্বপ্নবাজ তারুণ্য, মিছিল শ্লোগান এর সাথে নাটক, আবৃত্তিকে আন্দোলন এর অনুসঙ্গ করে এগিয়ে যাওয়া, স্বপ্ন পূরনের পাশাপাশি স্বপ্ন ভঙ্গের হতাশা, ভগ্ন বুকে ঘুরে দাঁড়িয়ে নতুন প্রজন্মের মাঝে স্বপ্ন ছড়িয়ে দেবার, আলোকছটায় রাঙিয়ে জীবন, জীবনকে চিনে নিয়ে, টেনে তুলবার শক্তি জাগাবার তুমুল প্রত্যাশার দেখা পাবে পাঠক। ভাটিয়াল প্রকাশনা থেকে প্রকাশিত ‘হৃদিতা তুই এমন কেন’ উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছেন কাব্য কারিম। মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। প্রাপ্তিস্থান: ভাটিয়াল, স্টল # ৫২, লিটল ম্যাগ চত্বর, একুশে বইমেলা, বাংলা একাডেমি, ঢাকা ও সাহিত্যদেশ স্টল # ৫৩৪, সোহরাওয়ার্দী উদ্যান, একুশে বইমেলা, ঢাকা।
×