ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করের হার না বাড়িয়ে পরিধি বাড়ানোর প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৯:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

করের হার না বাড়িয়ে পরিধি বাড়ানোর প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ব্যবসা খাতের সুষ্ঠু ও কার্যকর বিকাশে করের হার না বাড়িয়ে পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ভ্যাট কাঠামো বহুস্তরে রাখারও দাবি জানিয়েছেন তারা। এছাড়া তারা আমদানি বিকল্প খাতগুলোকে সরকারের বিশেষ সহযোগিতার প্রয়োজন তুলে ধরেছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ হয়রানিমুক্ত ও ব্যবসাবান্ধব রাজস্ব আদায় ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছেন। এছাড়াও দেশের ব্যাংকগুলোর সুদের হার একক অংকে নামিয়ে আনার জন্য খেলাপি ঋণ পরিস্থিতির সমাধান চেয়েছেন তারা। রবিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে সংগঠনের সদস্য সকল এসোসিয়েশনের এক সভায় এসব বক্তব্য উঠে আসে। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এ সভায় এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এফবিসিসিআই অধিভুক্ত বিভিন্ন বাণিজ্য এসোসিয়েশনের সভাপতিবৃন্দ অংশ নেন। এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দেশের জিডিপির ৮২ শতাংশ অবদান বেসরকারী খাতের। দেশের ব্যবসা খাতকে সহায়তা করতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের তিনি প্রশংসা করেন। দেশের ঋণখেলাপি পরিস্থিতির উল্লেখ করে মহিউদ্দিন বলেন, ঋণ নিয়ে ব্যবসা করতে গিয়ে নানা প্রতিকূলতার কারণে যারা খেলাপি হচ্ছেন তাদের বিষয়টি বিবেচনার দাবি রাখে; তবে যারা অবৈধ উপায়ে ব্যাংকের অর্থ লুটপাট করছেন এফবিসিসিআই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এফবিসিসিআই সভাপতি দেশের ভ্যাট ব্যবস্থা বহুস্তরে রাখার ওপর গুরুত্ব দেন এবং বিদ্যমান করের হার না বাড়িয়ে করের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ব্যবসা পরিচালনা ব্যয় সহনীয় রাখতে তিনি সরকারের নেয়া উদ্যোগের প্রশংসা করেন। শফিউল ইসলাম মহিউদ্দিন গত দুবছরে এফবিসিসিআই পরিচালনা পর্ষদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে শেখ ফজলে ফাহিমের দক্ষ, দায়িত্বপূর্ণ এবং প্রজ্ঞাবান নেতৃত্বের প্রশংসা করেন। এফবিসিসিআই অধিভুক্ত সকল এসোসিয়েশন গ্রুপের নেতৃবৃন্দ শেখ ফাহিমের সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল ও পূর্ণ আস্থা রেখে পূর্ণ সমর্থন জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিবেচনায় রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে দেশের বেসরকারী খাত কাজ করে যাচ্ছে। দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের নানা সমস্যা নিয়ে আলোচনার জন্য এফবিসিসিআই এসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনার এ উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। জনাব ফাহিম বর্তমান সরকারের ভিশন ২০৪১ অনুসরণে এফবিসিসিআইয়ের ভিশন ২০৪১-এর উল্লেখ করে বলেন পূর্বাচলে সরকারের দেয়া ১ একর জমির ওপর ‘এফবিসিসিআই আইকন’ ভবন নির্মাণ করা হবে, যেখান থেকে আগামী দিনের এফবিসিসিআই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃত্ব দেবে। শেখ ফাহিম জানান, বাণিজ্য ও অর্থনৈতিক নানা বিষয়ে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘এফবিসিসিআই ইনস্টিটিউট ফর ইকনোমিক পলিসি প্ল্যানিং এ্যান্ড ডিজাইন’ প্রতিষ্ঠা করা হচ্ছে। শেখ ফজলে ফাহিমের বিগত বছরগুলোর দূরদর্শী, বিচক্ষণ, পরিচ্ছন্ন ও দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে সকল এসোসিয়েশনের পক্ষ থেকে দল মত নির্বিশেষে এফবিসিসিআইয়ের আগামী ২০১৯-২০২১ মেয়াদকালের নির্বাচনে শেখ ফজলে ফাহিমকে সভাপতি পদে পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশের বিদ্যমান ভ্যাট ব্যবস্থা বহুস্তরে বহাল রাখার বিষয়ে জোর দাবি জানান। তারা করের হার কমানো এবং পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ এফবিসিসিআই আর্বিট্রেশন সেন্টারের কার্যক্রমের সঙ্গে কাস্টমস এবং ভ্যাট ইস্যুগুলোকে সম্পৃক্ত করার অনুরোধ জানান। নগর পরিকল্পনায় অটো-ওয়ার্কশপগুলোকে সম্পৃক্ত করার ওপরও তারা গুরুত্ব দেন।
×