ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেধাবী তরুণদের সঠিক পথে পরিচালিত করতে হবে

প্রকাশিত: ০৯:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 মেধাবী তরুণদের সঠিক পথে পরিচালিত  করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ভিশন ২০২১ বাস্তবায়ন দুর্বার গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, আইসিটি উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের তরুণের ভূমিকা অনেক। তাই আমাদের দায়িত্ব এই মেধাবী তরুণদের সঠিক পথে পরিচালিত করা। রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে হুয়াওয়ের সিডর ফর দ্য ফিউচার ২০১৯ প্রতিযোগিতা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোস্তাফা জব্বার বলেছেন, আমাদের তরুণেরা যখন বিশ্বদরবারে ভাল কিছু করে, তখন গর্বে আমাদের বুকটা ভরে ওঠে। আগের বছরগুলোতে হুয়াওয়ে তাদের এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মধ্যে জ্ঞানের ক্ষুধা তৈরির কাজটি সফলভাবে করে আসছে। এসব তরুণরা ভবিষ্যতে আরও নতুন সব উদ্ভাবনে উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছেন মন্ত্রী।
×