ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই বছরের জন্য পোশাক খাতে ৫ শতাংশ প্রণোদনা দেয়ার দাবি

প্রকাশিত: ০৯:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 দুই বছরের জন্য পোশাক খাতে ৫ শতাংশ প্রণোদনা দেয়ার দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী দুই বছরের জন্য পোশাক খাতে ৫ শতাংশ প্রণোদনা দেয়ার দাবি জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে খাতটিকে ভ্যাট মুক্ত রাখার ও ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের হারে সিঙ্গেল ডিজিট দ্রুত কার্যকরের দাবিও জানিয়েছে সংগঠনটি। শনিবার রাতে রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আসা পোশাক খাতের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ী মন্ত্রী ও এমপিদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, এবারের সংসদে ১৭ জনের বেশি পোশাক রফতানিকারক সংসদে প্রতিনিধিত্ব করছেন। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমরা রফতানির আয়ের ৮৩ শতাংশ কন্ট্রিবিউট করি। সম্প্রতি পোশাক শিল্প শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। আমাদের এ খাতে কমপক্ষে আগামী দুই বছর প্রণোদনা দিতে হবে। তিনি বলেন, আমরা ভ্যাট মুক্ত থাকতে চাই। পৃথিবীর কোন দেশে রফতানিমুখী শিল্পে ভ্যাট নেই। পোশাক খাতের এই নেতা আরও বলেন, আমাদের বিভিন্ন সমস্যা আছে, সিঙ্গেল ডিজিটে (১০ শতাংশের নিচে) ঋণ দেয়ার কথা ছিল। কিন্তু এটা এখনও কার্যকর হচ্ছে না। বরং বিভিন্ন চার্জ দিতে গিয়ে ২ শতাংশ বেশি দিতে হয়। দ্রুত ১০ শতাংশের নিচে সুদে যেন ঋণ দেয়া হয় সে পদক্ষেপ নেয়ার দাবি জানাই।
×