ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ

প্রকাশিত: ০৯:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 আত্রাইয়ে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ শস্যভান্ডার খ্যাত উত্তরের নওগাঁ জেলার আত্রাই উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। এলাকার কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে কৃষকরা ধারণা করছেন। উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, এবার আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে ৪ হাজার ৫শ’ হেক্টর জমিতে ভুট্টার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর মনে করছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও ৫ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হবে। এবার ভুট্টা চাষে এলাকার কৃষকরা বেশি ঝুঁকে পড়েছে। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি পরিলক্ষিত হচ্ছে।
×