ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

(ডাকসু) নির্বাচনে ‘চেতনার ঐক্য’ প্যানেল করবে ছাত্রলীগ

প্রকাশিত: ০৯:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

(ডাকসু) নির্বাচনে ‘চেতনার ঐক্য’ প্যানেল করবে ছাত্রলীগ

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘চেতনার ঐক্য’ প্যানেল করবে ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে নিয়ে এই ‘চেতনার ঐক্য’ প্যানেল গড়ে তোলা হবে। রবিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার গ্রাজুয়েট সিনেট সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বৈঠক শেষে এ তথ্য জানান। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, অনেক প্রত্যাশিত ডাকসু নির্বাচনকে আমরা সিরিয়াসলি নিয়েছি, এই নির্বাচনে ছাত্রলীগের নিরঙ্কুশ বিজয় পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার গ্রাজুয়েট সিনেটদের সঙ্গে বৈঠক করেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রহমান বলেন, এই নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে একত্রে নিয়ে সকলে মিলে এক জায়গায় দাঁড়িয়ে অপরাজনীতির বিরুদ্ধে, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সংগঠনের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ছাত্র সমাজ যাতে ভোট দিতে পারে এবং এই চেতনায় যারা আছে তাদের সঙ্গে ডাকসুর প্যানেল হতে পারে। হতে পারে চেতনার ঐক্যের প্যানেল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাকসু বাংলাদেশের প্রেক্ষাপটে ২য় পার্লামেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিষ্টার্ট গ্রাজুয়েট সিনেট সদস্যরা আমাদের অনেক পরামর্শ দিয়েছেন। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য ও সাবেক ডাকসু ভিপি আখতারুজ্জামান, আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
×