ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীসহ দেশের অনেক স্থানে ঝড় শিলাবৃষ্টি

প্রকাশিত: ১০:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 রাজধানীসহ দেশের অনেক স্থানে ঝড় শিলাবৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশের অনেক স্থানে রবিবার ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে রবিশস্য এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। রাজধানীতে ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে একুশে বইমেলার অনেক স্টল এবং নষ্ট হয়েছে হাজারো বই। ধুলাবালি থেকে রেহাই পেলেও নগরীর রাস্তাঘাট ও অলিগলি হয়ে উঠে কর্দমাক্ত। কোথাও কোথাও পানি জমে যায়। সকালের শিলাবৃষ্টিতে স্কুলগামী ও কর্মজীবীদের দুর্ভোগে পড়তে হয়। অনুভূত হয় মাঝারি ধরনের শীত। দিনভর নগরীর আকাশ ছিল মেঘলা এবং বয়ে যায় ঠান্ডা বাতাস। পশ্চিমা লঘুচাপের প্রভাবেই বৃষ্টিপাত হয়েছে এবং বাজার এবং ডেমরা সিটি গেইট স্টেশন (সিজিএস) বন্ধ রাখা হবে। এতে করে রাজধানীর সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস বিতরণ কোম্পানি সূত্র বলছে, রামপুরা, বনশ্রী, গুলিস্তান, তেজগাঁও, কাকরাইল, মালিবাগ, শন্তিনগর, ধানমন্ডি, মিরপুরের একাংশের মানুষ গ্যাস পাবে না। তবে গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও পাইপ লাইনের মধ্যে যে গ্যাস থাকবে তা দিয়ে বাসাবাড়ির রান্নার কাজ চলার কথা। তিতাস গ্যাস বিতরণ কোম্পানির পরিচালক অপারেশন মোঃ কামরুজ্জামান রবিবার রাতে জনকণ্ঠকে বলেন. শাহবাগে মেট্রোরেল নির্মাণের জন্য গ্যাস পাইপ লাইন স্থানান্তর করতে হবে। আমরা নতুন লাইন নির্মাণ করেছি। এখন পুরানো লাইনের সঙ্গে নতুন লাইনজুড়ে দেয়া হবে। এজন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। তিনি বলেন, পাইপ লাইন স্থানান্তর কাজ শেষ হলে বুধবার সকাল আটটার মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে। তিনি জানান, সন্ধ্যা ৬টায় বন্ধ হলেও রাত ১০টা নাগাদ গ্যাসের চাপ কমে যাবে। তিতাস বলছে, অনেক আগেই এই কাজ করার কথা ছিল। কিন্তু নির্বাচন, সংসদ অধিবেশন শুরুসহ বিভিন্ন কারণে কিছ্টুা বিলম্ব হয়েছে। এর আগেও মেট্রোরেলের কাজের কারণে আংশিক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে এবার রাজধানীর মধ্যভাগের কাজটি বড় হওয়াতে একটু বেশি সময় ধরে গ্রাহককে ভোগান্তির শিকার হতে হবে।
×