ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচনে বিএনপি না আসায় হতাশ সিইসি

প্রকাশিত: ১০:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 উপজেলা নির্বাচনে বিএনপি না আসায় হতাশ সিইসি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে না পেয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে তারপরও এ নির্বাচনে প্রতিযোগিতামূলক ভোট হবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনারের। রবিবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উপজেলা নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কে এম নুরুল হুদা বলেন, অনেক বড় বড় রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে না। এটা আমাদের জন্য অবশ্যই একটা হতাশাব্যঞ্জক খবর। আমরা সবসময় চাই, সবসময় চেয়েছি যে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না আসলেও দলটির অনেক নেতা স্বতন্ত্র হিসেবে প্রার্থী হচ্ছেন বলে গণমাধ্যমে তথ্য এসেছে। এ অবস্থায় দলীয়ভাবে বিএনপি না এলেও প্রতিযোগিতামূলক ভোটের আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে সম্প্রতি বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছে। তবে দলটির স্বতন্ত্র প্রার্থী হতে যাওয়া নেতা কর্মীদের নিয়ে চাপে আছে হাইকমান্ড। রবিবারও সারাদেশে উপজেলা নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপজেলা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, উপজেলা নির্বাচনসহ অন্য নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ না করা হতাশাজনক। এ দেশে মিডনাইট নির্বাচনের প্রধান কারিগর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি মিডনাইট নির্বাচনের যে নজির সৃষ্টি করেছেন, তারপরও অন্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে- তা তিনি কী করে আশা করতে পারেন?
×