ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামসহ ৬ জেলায় ভূমিকম্প

প্রকাশিত: ১০:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 চট্টগ্রামসহ ৬  জেলায়  ভূমিকম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রামসহ ৬ জেলা। রবিবার সকাল ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা কেঁপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম। চট্টগ্রামে ৪ দশমিক ৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এছাড়া চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লায় একই সময়ে ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
×