ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সা’দ অনুসারীদের সময় বাড়ল, কাল আখেরি মোনাজাত

প্রকাশিত: ১০:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

  সা’দ অনুসারীদের  সময় বাড়ল,  কাল আখেরি  মোনাজাত

মোস্তাফিজুর রহমান টিটু/ নুরুল ইসলাম, টঙ্গী থেকে ॥ বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে রবিবার ফজরের নামাজের পর হতে শুরু হয়েছে মাওলানা সা’দ অনুসারীদের ব্যবস্থাপনায় বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও এজতেমার মাঠ গোছানোর সময়ের স্বল্পতার কারণে দ্বিতীয় পর্যায়ের এজতেমার সময় একদিন বাড়ানো হয়েছে। ফলে এ পর্যায়ের আখেরি মোনাজাত পূর্ব নির্ধারিত সোমবারের পরিবর্তে একদিন পিছিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হবে। কাল (মঙ্গলবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৪তম বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিবেন বলে আয়োজকদের ধারণা। দ্বিতীয় পর্বের প্রথম দিনে রবিবার তুরাগ তীরে সোনাবান বিবির শিল্প শহর টঙ্গীর এজতেমা ময়দানে শনিবার লাখ-লাখ মুসল্লি উদ্দেশ্যে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান। টঙ্গীর বিশ^ এজতেমা ময়দানে এদিন সকাল সোয়া ৬টা থেকে ভারতের মাওলানা ইকবাল হাফিজ আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের এজতেমা শুরু হয়। উর্দুতে করা ওই বয়ানটি বাংলায় তরজমা করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা আব্দুল্লাহ মুনসুর। বয়ান শুরুর কিছুক্ষণ পরই শুরু হয় বজ্রসহ বৃষ্টি। বৃষ্টি আর কনকনে শীত উপেক্ষা করেই মুসল্লিরা মাঠে বয়ান শুনছেন। মাওলানা সা’দ অনুসারীদের ব্যবস্থাপনায় শুরু হওয়া দ্বিতীয় ধাপের এজতেমায় মুসল্লিরা শনিবার গভীর রাত থেকে ময়দানে আসা শুরু করেছেন। তবলীগ জামাতের জোবায়ের অনুসারীদের ব্যবস্থাপনায় প্রথম ধাপের এজতেমা শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলে মধ্যরাতের আগেই প্রথম ধাপে অংশ নেয়া মুসল্লিরা এজতেমা ময়দান ত্যাগ করেন। এরপর থেকেই ধীরে ধীরে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা এজতেমা ময়দানে প্রবেশ করতে শুরু করেন। রবিবার বিকেল পর্যন্ত দলে দলে মুসল্লিরা এজতেমা ময়দানে আসছেন। এজতেমার দ্বিতীয় পর্বে শিল্প নগরী টঙ্গী যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। রবিবারও টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫৪তম বিশ্ব এজতেমা পরিসমাপ্তি হবে। রবিবার বাদ ফজর তবলীগের অন্যতম শীর্ষ মুরব্বি দিল্লীর হযরত মাওলানা ইকবাল হাফিজের আম বয়ানের মাধ্যমে শুরু হয় এজতেমার কার্যক্রম। বয়ান চলাকালে সকাল সাতটার দিকে ঝড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টিপাত শুরু হলে বয়ান স্থগিত করা হয়। পরে বাদ জোহর বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা আব্দুল বারী। বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। এছাড়া বাদ আছর মাওলানা মোশাররফ হোসেন ও বাদ মাগরিব বয়ান করেন দিল্লীর মাওলানা শামীম আহমদ বয়ান করেন। বয়ান অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী। বয়ান করলেন যারা ॥ বাদ ফজর ভারতের মাওলানা ইকবাল হাফিজ উর্দুতে বয়ান করেন এবং তা বাংলায় তরজমা করেন বাংলাদেশের আব্দুল্লাহ মুনসুর। বাদ জোহর বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা আব্দুল বারী। বয়ানটি বাংলায় তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ॥ এজতেমাস্থলের আশপাশে বিভিন্ন খাবার দোকান ও হোটেলে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল খাবার পরিবেশন ও বিক্রির দায়ে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কয়েক ব্যক্তিকে জরিমানা ও আদায় করেন। এজতেমাস্থলের আশপাশে দু’শিফটে গাজীপুর জেলা প্রশাসনের বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গাজীপুরসহ বিভিন্ন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ওইসব আদালত পরিচালনা করেন।
×