ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হঠাৎ বৃষ্টিতে চরম দুর্ভোগে এজতেমার মুসল্লিরা

প্রকাশিত: ১০:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 হঠাৎ বৃষ্টিতে চরম দুর্ভোগে এজতেমার মুসল্লিরা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৭ ফেব্রুয়ারি ॥ টঙ্গীতে তবলীগ জামাতের বিশ্ব এজতেমার দ্বিতীয় ধাপে শুরুর প্রথম দিনে রবিবার সকালে বৃষ্টি শুরু হলে এজতেমা ময়দানে অবস্থানরত মুসল্লিরা চরম দুর্ভোগে পড়েন। বৃষ্টি ও বাতাসের কারণে মুসল্লিদের সঙ্গে থাকা মালামাল ভিজে একাকার হয়ে যায়। মুসল্লিরা বিভিন্নভাবে নিজেদের বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা চালান। বৃষ্টির কারণে অনেকে রান্না-বান্নাও করতে পারেননি সকালে। বৈরি আবহাওয়ায় জবুথবু হয়ে প্রায় ৩ ঘণ্টা পার করতে হয়েছে মুসল্লিদের। প্রাকৃতিক এ দুর্যোগকে মুসল্লিরা আল্লাহর রহমত হিসেবে মেনে নেন। তারা বলেন, বৃষ্টি, বাদল, রোগ, শোক হচ্ছে আল্লাহর ইমানি পরীক্ষা। আমরা এই ইমানি পরীক্ষার মুখোমুখী হয়েছি মাত্র। সকাল ৯টার দিকে বৃষ্টি থেমে গেলে মাঠে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এজতেমায় আসা মুসল্লিরা জানান, বৃষ্টি হচ্ছে রহমত, এ রহমতের পানিতে ভিজে আমরা অনেকটা পাপ মুক্ত হয়েছি। মুসল্লিরা বলেন, আল্লাহর রাস্তায় এসে দু’একদিনের এমন দুর্ভোগে পড়া আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়।
×