ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হজযাত্রীদের পাসপোর্টের তথ্য সংগ্রহ করবে মন্ত্রণালয়

প্রকাশিত: ১০:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 হজযাত্রীদের পাসপোর্টের তথ্য সংগ্রহ করবে মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥ এখন থেকে পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজ থেকে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রাক নিবন্ধিত হজযাত্রীদের পাসপোর্টের তথ্য সংগ্রহ করবে ধর্ম মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের ডাটা সংযোগ রবিবার থেকে কার্যকর করা হয়। আগে পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের ডাটা সংযোগ ছিল না। এর ফলে প্রাক নিবন্ধনের সময় বিভিন্ন হজ এজেন্সি ভুয়া পাসপোর্ট নম্বর ব্যবহার করে নিবন্ধন করতো। এবার আর সেটা সম্ভব হবে না।
×