ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজিবির গুলিতে গ্রামবাসী হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিটের ওপর শুনানি ২৪ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১০:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 বিজিবির গুলিতে গ্রামবাসী হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিটের ওপর শুনানি ২৪ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ গরু জব্দ করার বিষয়ে সংঘর্ষে জড়ানোর পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে নিহতদের তিনজনের পরিবার ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি রবিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। রিটকারী আইনজীবী এ্যাডভোকেট তনয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দিয়েছেন। তনয় কুমার সাহা জানান, রিট আবেদনের ওপর শুনানির জন্য রবিবার নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এক সপ্তাহ সময় আবেদন করেন। পরে আদালত আজ শুনানি না করে আগামী রবিবার শুনানির জন্য দিন ধার্য করেন। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, বিজিবি ও এলাকাবাসীর সংঘর্ষের বিষয়ে নিহত ও আহতদের ক্ষতিপূরণ চেয়ে করা রিটের বিষয়টি আমার খোঁজ নিতে হবে। তাই আদালতের নিকট থেকে সময় নিয়েছি। ওই ঘটনায় যেহেতু একটি মামলা হয়েছে, তদন্ত চলছে। ক্ষতিপূরণ দেয়ার বিষয় এবং অনুসন্ধানের বিষয়ে করা রিটে যেহেতু পেন্ডিং তাই কথা বলতে চাই না।
×