ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঋণখেলাপীর সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই

প্রকাশিত: ১০:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 ঋণখেলাপীর সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই

সংসদ রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) সংসদে বলেছেন, ঋণখেলাপীর সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমি সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চাই- খেলাপীঋণ আর বাড়বে না। আমি আগেও বলেছি, আর্থিক খাতকে আমরা ঢেলে সাজাতে চাই। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে রবিবার রাতে সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গার আনা জরুরী জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণের গৃহীত একটি নোটিসের ওপর দেয়া সংক্ষিপ্ত বিবৃতিতে অর্থমন্ত্রী একথা বলেন। মশিউর রহমান রাঙ্গা তার নোটিসে সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও দেশের সরকারী বেসরকারী ব্যাংকগুলোতে ঋণের সুদের হার এখনও এক অঙ্কের ঘরে নেমে আসেনি। এ ব্যাপারে তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, বক্তব্যটি পুরোপুরি সত্য না হলেও আংশিক সত্য। আমরা সবাই জানি ব্যাংক ঋণে ব্যবসাবান্ধব অতিরিক্ত সুদ হার ধার্য করা হলে দেশের অর্থনীতি সাবলীলভাবে এগিয়ে যেতে পারে না। ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, বাধাপ্রাপ্ত হয় আমাদের কর্মসংস্থান। সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক আস্থার সৃষ্টি হয়। তিনি বলেন, দেশের ব্যবসায়ী সমাজ এই অবস্থাটি ব্যাখা করার জন্য ২০১৮ সালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করে ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এরই ফলশ্রুতিতে এরই মধ্যে দেশের ২১টি ব্যাংক ঋণের ওপর সুদ হার এক অঙ্কের ঘরে তথা শতকরা দশমিক ৯ ভাগে নামিয়ে এনেছে।
×